হিন্দী কবিতার সমকালীন বয়স
আমার থেকে একদিন কম
আমি কবিতাকে জনগণের মাঝে নিয়ে গিয়েছিলাম
বদলে দিয়েছিলাম ধনসম্পদে
কবিতা 'জনধন' হয়ে গিয়েছিল
সেখানে প্রতিশ্রুতি জমা হয়েছিল
এবং আত্মহত্যার ধারণা বিলোপ হয়েছিল
পূর্বে কবিতা গ্রন্থাগারে বন্দী ছিল
আমি কাঁধে তুলে নিয়েছি তাই
সে পুঁজিপতির পাঞ্চ লাইনে বদলে গেল
আমার অক্লান্ত প্রচেষ্টায়
সিনেমা হলগুলো মলে বদলে গেছে
মুদির দোকান মলে বদলে গেছে
এমনকি নারীরাও পণ্যে বদলে গেছে,
আমার উপরে অভিযোগ দেওয়ার আগেই
মানুষ যখন কাঁধে লাশ নিয়ে যাচ্ছিল,
আমি ঠেলাগুলোকে অ্যাম্বুলেন্সে বদলে দিয়েছি
এভাবেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছিল
আমি এক আদৰ্শবান যুবক
আমি কবিতাকে নিয়ে প্রহলিকা খেলি
আমি একপ্রান্ত থেকে কবিতা ঢেলে দেই
অন্যপ্রান্তে জড়িয়ে ধরে মধুর আলিঙ্গনে,
আমার কবিতা কাঠ, কোদাল এবং কাস্তে-হাতুড়ির
সাথে কোনো সংঘর্ষ করে না,
সেখানে কোনো মনোমালিন্য নেই
স্কেটিং করতে করতে আমি কবিতা লিখতে পারি,
সাইকেল চালাতে গিয়ে যাদের পায়ের পাতা ছিঁড়ে যায়,
তাদের জন্য আমার কোনো কবিতা নেই
আমি কবিতা লিখি না, কবিতা তৈরী করি
সকালে প্রশংসা কুড়োতে একাডেমিতে প্রবেশ করি
বিকেলে কিছু পুরাতন নির্বাক কবিদের কিছু শব্দ ঝোলায় ভরি
এবং আলোচনা করতে বাইরে বেরিয়ে পরি।
পুরস্কার ঘোষণার বিকেলে আমি আমার কবিতার সাথে
জে.এন.ইউতে সকলের সাথে সাক্ষাৎ করব।
অভিনন্দন, শুভেচ্ছা বিনিময়ে এতোটা ব্যস্ত থাকব যে
আমার মূত্র ত্যাগ করারও সময় থাকবে না।
যখন যন্তর মন্তরে কৃষকরা মূত্রপান করছিল,
তখন আমি ওদের জন্য মূত্রের ব্যবস্থাও করতে পারিনি।
আমার জন্য পুকুর লবনাক্ত নয়।
নদ-নদীর জীনকে আমি বোতলে বন্দী করে রেখেছি,
বেকারত্ব মনোনিবেশ করার সময় দেয়
আত্মহত্যার পথ ঈশ্বরের পদচিহ্ন,
এই দর্শনের ভিত্তিতে পুরাতন স্মৃতিচিহ্নের মাঝে
অশ্বত্থ গাছের বনসাই দেখতে পাই,
তাই একটি ফ্ল্যাট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি,
পেয়ে গেলে কত সহজ হবে বুদ্ধ হতে৷
এই লেখকের আরও লেখা:
0 Comments