লেখা পাঠানোর নিয়ম

শুক্লপক্ষ শিল্প-সাহিত্যের উঠোন। "চিন্তার স্বাধীনতা, মুক্তির উল্লাস" এই স্লোগানকে সামনে নিয়ে প্রকাশিত ওয়েবম্যাগ। শিল্প-সাহিত্য সকল বিভাগ (কবিতা, গল্প, মুক্তগদ্য, উপন্যাস, ভ্রমণ গদ্য, সাহিত্য বিষয়ক প্রবন্ধ, স্মৃতিগদ্য ইত্যাদি) রাষ্ট্র, সমাজ, বিজ্ঞান ও দর্শন বিষয়ক লেখা এখানে প্রকাশ করা হয়ে থাকে। পাঠাতে পারেন বই, লিটলম্যাগ, মিডিয়া, ওয়েবম্যাগ, নাটক-সিনেমা নিয়ে আলোচনা ও সমালোচনাও। 

🔴 শুক্লপক্ষে লেখা পাঠাতে চাইলে যা করবেন এবং যা করবেন না-

১. ইউনিকোড, অভ্র কিংবা সুতনি এমজে ফন্টে ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে লেখা পাঠাতে হবে। ইমেইল বডিতে লেখা পাঠাবেন না। আমাদের কাছে লেখা পাঠানোর ইমেইল :   📧 shuklopokkho.editor@gmail.com

২. মেইলের সাবজেক্টের ঘরে লেখার বিষয় ও কোন বিশেষ সংখ্যা হলে তা উল্লেখ করতে হবে। যেমন : কবিতা/গল্প/উপন্যাস/গদ্য/প্রবন্ধ বিশেষ সংখ্যার ক্ষেত্রে ঈদ সংখ্যা/ শীত সংখ্যা/ পূজা সংখ্যা/ বর্ষা সংখ্যা ইত্যাদি। কবিতা পাঠালে অবশ্যই পাঁচ থেকে দশটি কবিতা । ভ্রমণ গদ্যের সাথে অবশ্যই  সংশ্লিষ্ট ভালো রেজুলেশনের ছবি পাঠাতে হবে। 

৩. লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

৪. লেখায় শব্দসংখ্যা অনির্দিষ্ট।

৫. কোনো লেখায় বিশেষ কোনো সম্পাদনা প্রয়োজন হলে তা লেখকের সম্মতি সাপেক্ষে শুক্লপক্ষের নিজস্ব সম্পাদনা পরিষদ করে থাকে।

৬. লেখা পাঠানোর পরবর্তী দুই মাসের মধ্যে লেখাটি প্রকাশিত না হলে তা অমনোনীত বলে ধরে নিতে হবে। এ জন্য কর্তৃপক্ষ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না। এবং এ নিয়ে কোন যোগাযোগকে শুক্লপক্ষ নিরুৎসাহিত করে। 

৭. লেখা পাঠিয়ে সম্পাদকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ, প্রকাশের জন্য অনুরোধ বা তাগাদা দেবেন না।

৮. শুকপক্ষ  মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাসী। উগ্র মৌলবাদী দর্শনের লেখক ও লেখা এখানে প্রকাশের জন্য বিবেচিত হবে না।


বিনীত 

সম্পাদক 

শুক্লপক্ষ 

টুসন, অ্যারিজোনা, আমেরিকা


Post a Comment

0 Comments