বিপ্লবের ময়দান থেকে ।। আকাশ মামুন


আমি জানিযদি আমরা ব্যার্থ হইযদি থেমে যায় লড়াই
তবে প্রশাসনিক নির্দেশে হামলে পড়বে রাষ্ট্রীয় পুলিশ
দলীয় গুন্ডাসরকারি আমলাস্তাবক কবিসাংবাদিকব্যবসায়ীবুদ্ধিজীবী
মামলা হবেহামলা হবেগুম হবেখুন হবে
তালিকা ধরে তুলে নিয়ে যাবে সাদা পোশাকের বাহিনী
আয়না ঘরে অকল্পনীয় নির্যাতনে নিভে যাবে স্বাভাবিক স্বপ্ন


যদি আমরা ব্যার্থ হইযদি থেমে যায় লড়াই
বিপুল বিক্রমে ফিরে আসবে ফ্যাসিবাদের থাবা
রাষ্ট্রীয় সংস্থা আড়ি পাতবে আমাদের ব্যক্তিগত কুঠুরিতে
মিথ্যা উন্নয়ের বিলবোর্ডে ছেয়ে যাবে শহর 
আর তার পিছনে চাপা পড়বে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা 
বিবিধ আইনের বেড়া জালে আমাদের কন্ঠ হবে অবরুদ্ধ
আর সে অবসরে নিরাপত্তা বেস্টনিতে উজ্জ্বল শাড়ি পরে 
দু:খ দু:খ মুখে টেলিভিশনে হাজির হবে বেহায়া রাষ্ট্রপ্রধান 
একটা ভবনের জন্যএকটা স্টেশনের জন্য কিংবা– 
একপাল বুনু কুকুরের জন্য ঝরে পড়বে তার বিলাপগাথা
অথচ নিরস্ত্র আবু সাঈদ–অসীম সাহসে যে বুক পেতে দিয়েছে
স্বৈরাচারের বন্দুকের সামনে–একে একে চারটা গুলি নিয়েছে বুকে 
ছোট্ট রিয়া গোপ জীবন বোঝার আগেই প্রাণ দিল ঘাতকের বুলেটে
কিংবা বাবা হারা সন্দীপের সাইমনযে ছিল মায়ের শেষ সম্বল
নারায়নগঞ্জের অবহেলিত শহীদ হোসেন মিয়া– 
মায়ের ওম কেটে যাবার আগেই যার কাঁধে পড়েছিল সংসারের ভার
মীর মুগ্ধপানি লাগবেপানিবলে ফেরি করে গেছে মানবতা 
তাঁদের জন্য কোন মায়া থাকবে না তার কথায় ও কাজে
তার কথায় স্থান পাবে পঞ্চাশ বছর আগের স্বজন হারানোর নিজস্ব দু:খ 
অথচ তার হাত অজস্র মানুষের রক্তে ভেজা
সহস্র মায়ের সন্তান হারাবার দীর্ঘশ্বাস তার ভবনের সামনে
সন্তানের অপেক্ষাস্ত্রীর অপেক্ষাভাই বোনদের প্রতীক্ষা
দীর্ঘযুগ সূর্য না দেখা বয়স্ক সুঠাম বন্দিশালা 

আমি আবু সাঈদের ভাই–বিপ্লবী চেতনা আমার বুকে 
তার গ্লিসারিন মাখা কান্নায় আর ভুলবো না
তার ফেরি করা চেতনার উন্নয়ন আর কিনবো না
আজ এ বিপ্লবের কালে আমি শপথ নিয়েছি প্রিয়
সহস্র শহীদ আর অযুত আহত বিপ্লবীর কন্ঠ হয়ে 
উত্তাল রাজপথই হবে আমার ঠিকানা 
যদি আমি আহত হইযদি বিভৎস ভাবে নিহত হই
যদি ঘাতকের বুলেট তুলে নেয় এ বুক 
যদি নিথর দেহ পড়ে থাকে উত্তাল রাজপথেনর্দমায় কিংবা মর্গে 
যদি গুলিবিদ্ধ নিস্তেজ দেহ ঝুলে থাকে রিক্সার পাদানিতে
যদি স্বৈরাচারের পুলিশ গুলিবিদ্ধ দেহ চুড়ান্ত অবহেলায় 
দুমড়ে মুচড়ে ফেলে যায় আবর্জনার স্তূপ জ্ঞানে 
কিংবা পুড়িয়ে দেয় বিপ্লবের প্রমাণ মুছে ফেলতে 
যদি মৃত্যুর আগে পানি পানি করে শুকিয়ে আসে গলা
তবু আমার জন্যে কেঁদো না প্রিয়মানুষের মুক্তির মিছিলে 
আমার জীবিত কিংবা মৃত দেহ হবে বিপ্লবের প্রেরণা


কবিতার ভিডিও লিঙ্ক: 



এই লেখকের আরও লেখা 

আকাশ মামুনের দুটি কবিতা


Post a Comment

0 Comments