১
বিত্তহীন বৈভবহীন শ্রমজীবী কৃষক আমি
তোমার বাদামী স্তনবৃন্ত আমার হাজরে আসওয়াদ
২
ক্লান্ত শ্রান্ত পথহারা নাবিক আমি
তোমার চোখ আমার উত্তাল সমুদ্রে বাতিঘর
৩
প্রচন্ড ঝড়ে ডানা ভাঙা পাখি আমি
তোমার শুভলং বুক আমার নিরাপদ আশ্রয়
৪
ভালোবাসার সাহারা বুকে বাধ্য এক প্রেমিক আমি
পবিত্র গ্রন্থের মতো প্রতিদিন চুম্বন করি তোমার ঠোঁট
৫
যত চুমু খাই প্রেমে পড়ে যাই—তৃষ্ণা জাগে
তোমার ঠোঁট যেন শরাবের পেয়ালা
চুমুতে চুমুতে তৃষ্ণা জাগে এ মনে
তৃষ্ণা মেটায় তোমার মুখনিঃসৃত লালা
৭
তোমার শ্রোণি সন্ধির তিলোত্তমা রূপ নিয়ে
ফোটে আছে লাল টকটকে গোলাপ
আমি প্রতিদিন গোলাপ গন্ধ বুক পকেট গুজে রাখি
সেবায়েত হয়ে নিবদ্ধ মনে তার সুবাস নেই
৮
গুহা ছাড়া নাকি ইবাদত পূর্ণ হয় না
আজ রাতে গুহা খুঁজছি তোমার নবুয়ত পেতে
৯
একটা সমৃণ গিরিপথ সম্ভব সুন্দর রূপ নিয়ে
হারিয়ে যায় পাহাড়ের পাদদেশে—
আমি সম্মোহিতের মতো চেয়ে থাকি অপলক
গিরিপথ ধরে পাহাড় বেয়ে ওঠতে ব্যাকুলতা বাড়ে বুকে
১০
আজানের ধ্বনির মতো তোমার ডাক আমার কানে আসে
আমি সব কাজ ফেলে তোমার প্রার্থনায় যাই
নত হই তোমার প্রেমের কাছে—ঋজু অনুগত উপাসকের মতো
আমার ভুলে ভরা ইবাদত তুমি গ্রহণ করো
আমিতো অনুগত প্রেমিক—শ্রমে ও কামে
১১
তোমার দিকে তাকালেই আমার—
গম্বুজওয়ালা সুরম্য মসজিদের কথা মনে পড়ে
হৃদয় শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে যায়
সবকাজ ফেলে ইবাদতের প্রস্তুতি নেই।
১২
তুমি আকাশ বলে ডাকলে আজানে সুর কানে ভাসে
হাইয়া আলাল প্রেম—হাইয়া আলাল প্রিয়া
ওযু নেই ওজুহাতে কোন দিন তোমার ইবাদত থেকে দূরে থাকিনি
আমার ভুলে ভরা ইবাদত তুমি কবুল করো।
1 Comments
ভালো লাগলো।
ReplyDelete