দেশে কোন নাগরিক নাই
পুন্দা পুন্দির যুগ আইছে
প্রেমিক প্রেমিকারে পুন্দাইতাছে
প্রেমিকা প্রেমিকরে পুন্দাইতাছে
চৌরাস্তায় খাড়ায়া মানুষ মানুষরে পুন্দাইতাছে
সরকার জনগণরে পুন্দাইতাছে
ট্যাক্স বাড়ায়া পুন্দাইতাছে
জিনিস পত্রের দাম বাড়ায়া পুন্দাইতাছে
যুদ্ধ বাধায়া পুন্দাইতাছে
স্বৈরাচারী কায়দায় পুন্দাইতাছে
কোন গণতন্ত্র নাই–
সাম্য নাই-ন্যায্যতা নাই
ইচ্ছা অনিচ্ছার মূল্য নাই–
সামনে গণতন্ত্র ঝুলায়া পিছন দিয়া পুন্দাইতাছে
কিন্তু জনগন সরকাররে পুন্দাইতে পারতাছে না
এই দুঃখে জনগণ পাসপোর্ট অফিসে নাগরিকত্ব জমা দিয়া
প্রজা আর দাসত্ব সনদ গ্রহণ করছে
দেশে কোথাও কোন নাগরিক নাই।
রোদ-বৃষ্টির অর্গাজম
আজ দুপুরে তুমুল রোদ ছিল
হঠাৎ আকাশ কালো করে মেঘ করলো
বৃষ্টি এসে বলাৎকার করে গেল রোদ
সঙ্গম শেষের নেতিয়ে পড়া পুরুষের মতো
কাইত হইয়া গেল রোদটা
রোদেরও কি সঙ্গমানন্দ হচ্ছে? কে জানে?
তবে আমার বেশ আনন্দ হচ্ছে!
সঙ্গমানন্দ?
অর্গাজম?
আমি কে?
রোদ-বৃষ্টির লাগা-লাগিতে আমি কে?
কে আমি?
আমি মনে হয়ে টিভি পর্দায় আদিমানন্দ দেখা দর্শক
যে অর্গাজমহীন আনন্দ পায়।
আকাশ মামুনের আরও লেখা
2 Comments
অন্য রকম! ভিন্ন স্বাদের কবিতা। — যযাতি দেবল।
ReplyDeleteশুকরিয়া ভাই। জেনে আনন্দিত হলাম–আকাশ মামুন
Delete