বাইবেল অথবা সাইরেন ।। সোয়েব মাহমুদ



আমি এখানে বগলে বাইবেল নিয়ে সেক্সপিয়র- 

মার্ক টোয়েনের মতন অসাম্প্রদায়িক বাক্য বলতে আসিনি। আমি রবীন্দ্রনাথের মতন 

বিশ্ব হিন্দু পরিষদ গঠন করে মানবতাবাদী হবার গল্পটাও জানিনা। 

আমি আহমেদ ছফা কিংবা ফরহাদ মজহারের মাজহাবে বিশ্বাসী নই।

আমি সেকুলারিজম আর গণতান্ত্রিক যোনিপথ চিনি না। 

আমি এই পৃথিবীতে প্রমথ চৌধুরীকে চিনি না, 

জানি না রাইসুদ্দিন নামক অযথার্থ বুদ্ধিবীজানু!

আমি চিনি একজন কবি, যিনি জন্মাননি এখনও।

 

আমি তোমাদের তুলসীপাতার মতন 

ধোয়ামোছা সংসারে হাঁটি, পথ চলতে চলতে 

মাঝে মাঝে জিপার খুলে দেই, 

বের করে আনি কালো মার্সিডিজ সিএমভি, 

যা কোন এক শহরে এক কন্যার গ্যারেজে 

ঘুমাতে ঘুমাতে দেখে যায়, ছাপা হয়ে গ্যাছে 

ফ্রেঞ্চ দৈনিকে বাংলা কবিতা।

আসলে আমি আজ এখন এইসব নিজের উপর আলো টেনে আনা বাক্যগুলো বলতে চাইনা,

আমি সুভাষ,

আমি রুদ্র,

আমি ভাষ্কর,

আমি নবারুন,

আমি আবিদ আল আজাদ নই,

তাই অন্যায় দেখতে দেখতে হয়ে যাই বস্তাপচা কবি, যার নিঃশ্বাসে হেম, যার বিশ্বাসে কাম।

 

আমি আসলে যা বলতে এতকিছু টেনেছি 

দুপুরের রোদে; ভেজা অন্তর্বাস শুকানোর 

পাট রশিটির ন্যায়-আমি আজ কেবলই শ্রোতা, 

দাঁত ফেলেছি তিনটা, রাষ্ট্রীয় আর্যদেব 

এসেছিলো হাসপাতালে, আমার মুখ ফুলে গ্যাছে-

সরকারী আমলা আর মন্ত্রী ভেগেছে ত্রাণের টাকায় বারমুডা! স্রেফ এতটুকুনই, শেষে

দাঁত ফেলবার পর জানলাম চুমুতে দাঁতটাও কার্যকরী!


এই লেখকের আরও লেখা... 


সোয়েব মাহমুদের কবিতা ।। দ্যাখা–অদ্যাখা কাব্য


Post a Comment

0 Comments