কমিউনিস্ট
যখন তুমি লড়ছ, লড়তে লড়তে
দেখতে হয়ে যাচ্ছ, সম্পূর্ণ পাগলের মতো
যখন তোমাকে ছেড়ে পালাচ্ছে সবাই
তখনই তুমি প্রকৃত এক কমিউনিস্ট!
সবার থেকে আলাদা...
প্রস্থান
দৌড়াই, তাড়া করি, মুখ থুবড়ে পড়ি
অকালের কোলে!
পথে ফেলে রেখে পাগলের অনড় শরীর
সে পালাচ্ছে বহুদূরে–
তাকে ফেরাও, তাকে বলো
জন্মচিহ্নটুকু ফিরিয়ে দিয়ে যেতে...
আমাদের কবিতা
আমাদের কবিতাকে মুছে ফেলা হয়েছে
বস্তির সরু গলি, রাজপথের দেওয়াল,
কলেজের বেঞ্চ থেকে!
আমাদের কবিতাকে ফাঁকা মাঠে
রাত ও ভোরের মাঝামাঝি সময়ে,
কালো গাড়ির কলাপসিবল গেট খুলে
টেনে-হিঁচড়ে মাটিতে নামিয়ে, দাঁড় করিয়ে,
হ্যান্ডকাফের চাবি খুলে দিয়ে বলা হয়েছে—
পালাও.... পালাও... তুমি মুক্ত!
তারপর কত দশক পেরিয়ে গেছে
আমাদের কবিতার পিঠে এখন ধোঁয়া ভরা
গোল ক্ষতের দাগ!
তবুও আমাদের কবিতা রাত ও ভোরের মাঝামাঝি সময়কে মুছে দিয়ে, কালো গাড়ির কলাপসিবল গেট ভেঙে ফেলে, হ্যান্ডকাফের অসহ্য যন্ত্রণাকে নিশ্চিহ্ন করে ছুটছে...
ফেলে আসা সরু গলি, রাজপথের দেওয়াল, কলেজের বেঞ্চ, সমস্ত আবেগ পুনরুদ্ধার করে আমাদের কবিতা পাগলের মতো ছুটছে...
কৃষকের, শ্রমিকের, বেকারের মুক্তির নেশায়!
3 Comments
খুব ভালো লাগলো। বলিষ্ঠ উচ্চারণ
ReplyDeleteঅনেক ধন্যবাদ৷
Deleteঅনেক অনেক ধন্যবাদ৷
ReplyDelete