বই মেলায় আসছে কবি ইমেল নাঈমের চতুর্থ কাব্যগ্রন্থ ‘ হেমন্তের মাউথ অর্গান’। বইটি আনছে দ্বিমত প্রকাশনী। তিন ফর্মার বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
বইটিতে কবি প্রকৃতি, প্রেম এবং মানবিক অনুভূতির সূক্ষ্ণ ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতাগুলোতে প্রকৃতির বিভিন্ন রূপ ও রসের চিত্রায়ণ করা হয়েছে। কবি বিভিন্ন ঋতুর উপর ভিত্তি করে জীবনের নানা দিক তুলে ধরেছেন। সে সাথে কবিতাগুলোতে ফুটিয়ে তুলেছেন প্রেম, বিরহ এবং মানবিক সম্পর্কের জটিলতা।
ইমেল নাঈমের কবিতার ভাষাশৈলী, উপমা, নান্দনিকতার বৈচিত্র পাঠকে মুগ্ধ করে। কবিতাগুলোতে মফস্বলি ঘ্রাণ পাওয়া যায় আবার শহরের জীবনের ছোঁয়াও আছে।
0 Comments