একুশের কবিতা ।। সালেহা চৌধুরী


 

বাংলা কবিতার সময়


পোয়েট্রি ক্যাফেতে বসে আছি।

সামনে চায়ের কাপ

যে বইটা পেতে চেয়েছিলাম পাইনি। 

একেবারেই একা।

ব্যাগ খুলে বের করি খাতাকলম।

লেখালেখি। কথা।

মনে পড়লো আজ একুশ

ব্রিকলেনে সভা।

লিখতে লিখতে কবিতা

মনে পড়লো তোমাদেরই কথা।

চায়ের কাপে হিম

টেমসএর জল প্রবাহিতবাধাহীন।  

 

লন্ডনে ক খ গ ঘ র গল্প

 

কোন এক খেয়ালী রাজার কালে

কোন এক অনাসৃষ্টি কারণে 

ক খ গ ঘ প্রাণ হারাতে বসেছিল।

এমনতো কতই হয়খেয়ালি রাজার যখন জয়। 

ইচ্ছে করলেই ঝরাতে পারে 

অপছন্দের বৃষ্টি 

বিবিধ অনাসৃষ্টি 

স্বাভাবিক জাগতিক ঘটনায়

আগুনলাল  বহিঃপ্রকাশ !

এক গুচ্ছ তরুণের বিদ্রোহ রচনা! 

অতঃপর যুথবদ্ধ সেসব অর্বাচীন তরুণ 

ভাবাবেগের তুমুল যুদ্ধে প্রাণ হারায়

সমস্ত পুথিবী অপেক্ষমান 

সাড়া তুলে ওদের ডাক দেয়। 

এরপরের গল্প সকলেরই জানা

আর ওইসব ভাবাবেগের তরুণের ঠিকানা?

গভীর ছল ছল স্রোতে বয়ে চলা

পদ্মা মেঘনা যমুনা। 

এই একুশে বলতে বাধা কি

জন্ম আমার সেই অর্বাচীন দেশে

কখনো হারিয়ে যাওয়া ভাব আবেশে।

কখনো লোক ডেকে সভা বসে প্রবাসী এই শহরে

একবার বার বার প্রতিবছর

আলোচিতঅমিমাংসিতবিসংবাদ

ক খ গ ঘ এখানেও কেঁদে মরে। 

 

 

 

 

Post a Comment

2 Comments

  1. একুশের কবিতাটি অসাধারণ একটি কবিতা। সুন্দর একটি কবিতা আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। তবে এরকম আরও সুন্দর সুন্দর কবিতা, মোটিভেশনাল উক্তি, ছেলেদের ইসলামিক নাম অর্থসহ এবং জীবনী পড়ুন

    ReplyDelete
  2. Wow. This articale verye nice. Pslish visit ouar web side and red English Magazine Website Thanks. it's a very unique website. i really like this website. thanks for sharing your information. thank you so much.

    ReplyDelete