বাংলা একাডেমি পুরষ্কার ২০২৩ পেলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

 


বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমি পুরষ্কার ২০২৩ পেলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালদীর্ঘ দিন ধরে কবিতা ও বঙ্গবন্ধু গবেষণায় পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়ে আসছিলেন তিনি। তবে এবার নির্বাচকদের সর্বোচ্চ ভোটে বঙ্গবন্ধু গবেষণায় তার নাম নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণাধর্মী ১৭ টি বই রচনা ও সম্পাদনা  করেছেন। এখনও লিখে চলছেন।

সম্প্রতি মা হারানো কানাডা প্রবাসী কবি বর্তমানে দেশে অবস্থান করছেন। বিমান বন্দরে নেমেই তিনি এই (পুরষ্কারের জন্য) নির্বাচিত হবার খবর পান। তিনি মূলত কবি। কবিতায় পুরষ্কার না পেয়ে ভিন্ন শাখায় পুরষ্কার প্রাপ্তির বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মুঠোফোনে শুক্লপক্ষকে জানান, “কবিতার বাইরে আমার অন্যান্য বিভাগগুলোতে যে দখল আছে-এ পুরষ্কার সেটার বাড়তি স্বীকৃতি বহন করে। তাছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আমার বইগুলো অন্য অনেক বই থেকেই আলাদা ও তথ্যবহুল। এছাড়া আমি দীর্ঘ ৩০ থেকে ৩৫ ধরে দেশে ও বিদেশে থেকেও কাজ করছি। কবিতার চেয়ে এ বিভাগে পুরষ্কৃত হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ এবং গৌরবের।”

Post a Comment

0 Comments