একটি বিজ্ঞপ্তি
কেউ কি ভেবেছিল একদিন আমি হারিয়ে যাবো
এই যে আমি হারিয়ে গেলাম
কেউ বিজ্ঞপ্তি দেবে
পত্রিকায়―
"আফতাদ হারিয়ে গেছে,
গায়ের রং ঈষৎকালো,
লম্বা পাঁচ ফুট তিন ইঞ্চি;
কেউ খুঁজে পেলে এই
ঠিকানায় যোগাযোগ করবেন"
হয়তো সব খবর পাবে
আমাকেও পেতে পারে
কিন্তু আমার মাঝে থাকা আমাকে পাবে না
এমনকি কিছুই নাও পেতে
পারে
বন্ধু, সংগঠন, সহপাঠী কি করবে আমার জন্য
আমার নদী, আমার মাঠ, আমার উঠোন সব জায়গায় আমি
থাকব
অথচ আমি নেই
এই যে নেই―এটাই বুঝি হারিয়ে যাওয়া
আমার হাসি পেয়ে যায়, কিন্তু
কিন্তু হাসি পেলেই কি কেও
হাসতে পারে
যেরকম কান্না পেলেই কাঁদা
যায় না
হারিয়ে যাওয়ার নামে ভয়
পেত যে ছেলেটা, সেই ছেলে আজ হারিয়েছে
কেউ বিশ্বাস করতে পারছে
না
তবু আমি হারালাম
মানুষ কি কখনো হারায়
মানুষ কি কখনো হারাতে
পারে
তবুও আমি হারালাম
কি অদ্ভুত!
মানুষের স্বপ্ন হারায়
মানুষ অন্যের স্বপ্নকে নিয়ে বাঁচে
হারানোর পর–১
ঐ
প্রান্তে মানুষের বাড়ি কাঁদছে
এখানে
খুবই সুখী মানুষ
একটি
সূর্য দুই দিকে আলো দেয় না বলে যুক্তি প্রদর্শন করে
যুক্তি
দিয়ে পেট ভরে না―না না এটা আমি বলিনি―
বলেছে ও
প্রান্তের কান্না
সবুজ
ঘাসের ওপর দিয়ে মন্ত্রী যায়
নিজেকে
হারানোর সাথেই জড়িয়ে ফেলেছে
বাড়ি
হারানোর খবর
জল না খাওয়া
ছেলের বাড়ি ছাড়া কি তৃষ্ণা মেটে?
হারানোর পর–৩
একমুঠো জীবন নির্জন শব্দের মতো কাঁদে
বিপ্লবের গন্ধে হারানো
অঙ্কুরিত বীজ তারার মতই জীবন্ত
রৌদ্রের ছায়ায় জিরানো হবেনা কোনোদিন
গন্ধের পিছনে হারিয়ে চলা জীবন
হারানোর পর–৪
ঠকতে ঠকতে জীবনে
সম্পূর্ণই ঠকা
নীল আকাশের বিনিদ্র
একাকীত্ব হাসে
কুয়াশয় ঢাকা পদপথে হেঁটে
যায় হারিয়ে যাওয়া মানুষ
নিজেকে হাজারো গল্প বলতে
বলতে
এভাবেই চলতে হবে-চলে যেতে হবে
হারানোর পর–৫
আলোর জন্য একমুঠো ভাত নেই
উচ্ছেদিত বাড়ীর
রাস্তার ধারে একটি নদীর সভ্যতার
কাছে বিক্রি করা বিবেক
বিবেক ক্রয়ের বাজার
বিবেক হারানো মানুষের
রাস্তাই একটি সভ্যতা
1 Comments
Good
ReplyDelete