আপনার স্বামীকে কিভাবে বেহেশতের হুরদের থেকে বাঁচাবেন?


দেশের উন্নয়ন ও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন। বেহেশতে অন্যান্য অনেক সুবিধার মধ্য পুরুষদের জন্য অন্যতম একটি সুবিধা হলো সত্তরটি হুর দ্বারা পরিবেষ্টিত থাকবে। বাংলাদেশ বেহেশত হয়ে গেছেপররাষ্ট্র মন্ত্রীর এই কথার পর দেশের নারীকুল স্বামীদের হাতছাড়া হবার শঙ্কায় দিনাতিপাত করছেন। তাদের সেই শঙ্কা ও সংশয় দূর করতে  একগুচ্ছ করণীয় জানিয়েছেন আকাশ মামুন– 

 

১. হুররা অত্যন্ত সুন্দুরী ও দৃষ্টি নন্দন হয়ে থাকে। তাই নিজেকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে সব সময় দশ স্তরের মেকআপ করে পরিপাটী থাকুন। এমনকি ঘুমের সময়ও লিপস্টিক, আইলাইনা, মাশকারাসহ ভারি মেকআপ করে থাকুন।


২. হুরদের চোখ টানাটানা হয়ে থাকে। যাদের চোখ একটু ছোট তারা আইলাইনার দিয়ে চোখ টানাটানা করে তুলুন। 


৩. হুরদের গাল ও শরীরের ভিতরে রক্তের চলাচল দেখা যায়। তাই মেকআপ করে রক্তের মতো করে তুলুন। 


৪. হুররা নৃত্য পটীয়সী হয়ে থাকে। তাই নিজেদের স্বামীকে ধরে রাখতে আজ থেকেই কথক নৃত্য, ভারতনাট্যমসহ ক্লাসিকাল নৃত্য ও আধুনিক নাচের তালিম শুরু করে দিন। বাড়িতে গানের চর্চাও শুরু করতে পারেন। 


৫. বেহেশতের অন্যতম খাবার হলো দুধ, মধু ও শরাব। বেহেশতের খাবারের লোভে যেন না পড়ে তাই ঘরে আপনার স্বামীকে এসব খাবার দিন।


৬. আপনি একা হয়তো অতগুলো হুরুরের হাত থেকে আপনার স্বামীকে ফেরাতে পারবেন না। তাই সম্ভব হলে আরও তিনটি বিয়ে দিয়ে ঘরে আপনার সঙ্গী এনে আপনার দল ভারি করুন। 


Post a Comment

0 Comments