গ্রাহকদের চাহিদা আর সাশ্রয়ী দামে যেসব কোম্পানি ফোন বাজারে এনে থাকে তাদের মধ্যে তালিকার শীর্ষস্থানে রয়েছে চায়না ভিত্তিক ফোন নির্মাণ কোম্পানি Oppo।
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই ফোন নির্মাণ কোম্পানি এবার ক্যামেরা ফোন নিয়ে এসেছে বিশ্ব বাজারে। ফোনটির ক্যামেরা প্রকাশ্যে আসার পর থেকে স্মার্টফোন প্রেমীরা দাবি করছে DSLR ক্যামেরার চেয়েও উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে Oppo-র এই নতুন ফোনটিতে। চলুন দেখে নেওয়া যাক, Oppo-র নতুন ফোন Oppo Reno 8 Pro সম্পর্কে-
যদি Oppo Rene 8 Pro ফোনটিতে 12 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে 62500 টাকায় বিক্রি হচ্ছে ফোনটি। দাম একটু বেশি মনে হলেও ফোনটিতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আপনার টাকার সঠিক মূল্যায়ন করবে। এমনকি বলা হয়ে থাকে ফোনটি আইফোনের সাথে পর্যন্ত প্রতিযোগিতা করতে পারে।
এই সুপার ফোনটিতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের লুক প্রদান করবে। এছাড়া ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেটআপের সাথে দুর্দান্ত সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাথমিক ক্যামেরা হিসেবে 50 MP লেন্স, সেকেন্ডারি ক্যামেরা 8 MP এবং আল্ট্রা হোয়াইট শ্যুটার হিসেবে 2 MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। যা একটি ডিজিটাল ক্যামেরার মতো ঝকঝকে ছবি তুলতে সাহায্য করবে।পাশাপাশি সেলফি ক্যামের হিসেবে 32 MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
নতুন এই ফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করতে সক্ষম। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ফোনটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন।
এছাড়াও ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 জেনারেল 1 SoC-র মতো শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোন ব্যবহারের সমস্ত সুবিধা প্রদান করবে।এ ধরণের আরও খবর...
0 Comments