স্মার্টফোনের দাপটে বাজারে তাল মেলাতে না পড়ে কয়েকবছর আগে হারিয়ে যায় বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। তারপর এইচএমডি গ্লোবাল কিনে নেয় নোকিয়াএবং দারুণ দারুণ কিছু স্মার্টফোন বাজারে নিয়ে আসে। কিন্তু সমস্যা হয় এবার দাম। আর সেই কারণে নোকিয়া আবারো একবার মার্কেট থেকে হারিয়ে যায়। তবে আবারও নোকিয়া ম্যাজিক ম্যাক্স নিয়ে বাজারে ফিরতে চাইছে তারা। চলুন দেখা যাক কী কী অফার থাকছে সেখানে।
জানা যায়, নতুন এই স্মার্টফোনের নাম হবে Nokia Magic Max। সেখানে অত্যাধুনিক সমস্ত ফিচারের সাথে দামও হবে সাশ্রয়ী। এখানে এবার ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরাও থাকতে চলেছে। শীঘ্রই এই ফোনের ফ্রি বুকিং পরিষেবা শুরু হতে চলেছে।
কী কী ফিচার থাকছে Nokia Magic Max স্মার্টফোনে:
১) এখানে আপনি ৬.৭ ইঞ্চি লম্বা একটি Full HD সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। যেটি ১২০Hz রিফ্রেশ রেটের সাথে আসে।
২) সূত্র মারফৎ জানা যাচ্ছে এই ফোনে আপনি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 5জি চিপসেট পেতে পারেন। এছাড়া Android 13 অপারেটিং সিস্টেম এবং ২ বছরের সিকিওরিটি আপডেট মিলবে।
৩) ফোনটি ৮/১২/১৬ জিবি RAM এর সাথে উপলব্ধ। একইসাথে ২৫৬/৫১২ অভ্যন্তরীণ স্টোরেজ পাওয়া যায়।
৪) এছাড়া এই ফোনে ১৪৪ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরার পাশাপশি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং জুম লেন্সের সুবিধাও থাকছে। সেখানেও ৬৪MP+৪৮MP এর সেন্সর ব্যবহার করা হতে পারে। সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেলের হবে তা অবশ্য এখনো জানা যায়নি।
৫) আর এতসব সিস্টেমকে ক্ষমতা জোগানোর জন্য কোম্পানির পক্ষ থেকে মোট ৭৯৫০mAh ব্যাটারি থাকছে।
৬) দ্রুত চার্জের জন্য ১৮০ ওয়াটের চার্জারও থাকছে।
জানা যাচ্ছে আগামী জুন-জুলাই মাসের শেষ ভারতীয় বাজারে লঞ্চ হবে নোকিয়া ম্যাজিক ম্যাক্স। আপনি তৈরি তো নোকিয়ার নতুন ফোনের উত্তাপ নিতে?
0 Comments