মেইড ইন বাংলাদেশ: অপো এফ২১ প্রো-ভালো মন্দের হিসাব নিকেশ



বাংলাদেশেই তৈরি হলো চাইনিজ মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপোর এফ২১ প্রো মডেলের স্মার্টফোন। ডিজাইন হিসেবে ফোনটি দেখতে খুবই নান্দনিক। যে কেউই পছন্দ করবেন। কালো এবং হলুদ রঙের দুটি ফোন বাজারে নিয়ে এসেছে। 


ফোনটিতে সনি আইএমএক্স ৭০৯ সেলফি সেন্সর সুবিধা পাবেন গ্রাহকরা। এফ সিরিজের নতুন এই স্মার্টফোনটির মাইক্রো লেন্স ক্যামেরায় ৩০ এক্স ম্যাগনিফিকেশনসুবিধা থাকায় নিখুঁত ছবি ও 4kভিডিও ধারণ করা যাবে। তবে ফোনটিতে নেই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। স্মার্টফোনটি তৈরিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ এনএম অক্টাকোর প্রসেসরে সাথে ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রম ব্যবহার করা হয়েছে। এতে 5 গিগাবাইট পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ব্যবহার করা যাবে বলা হলেও তা কি ভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি। এছাড়াও ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়নি।


আছে ৬.৪৩ ইঞ্চি পর্দার অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি। এছাড়া সামনে ৩২ এবং পেছনে ৬৪২ x ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যাবে সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার স্মার্টফোনটি


১৮ এপ্রিল থেকে দেশের বাজারে পাওয়া যাবে অপো এফ২১ প্রো। দেশের বাজারে স্মার্টফোনটি দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা


তবে দাম অনুযায়ি প্রসেসর দুর্বল হয়েছে বলে টেক বিশেষজ্ঞরা জানান। যারা পাবজি, ফ্রি-ফায়ারের মতো গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য ফোনটি হয়তো খুব বেশি ভাবেনি। ফোনটিতে গেমিং স্প্রিড খুব ভালো হবে না বলেই বিশেষজ্ঞরা বলছেন। এছাড়া দেশের বাজারে তৈরি হওয়ায় এর দাম কমানোর সুযোগ ছিল বলেও সংশ্লিষ্টরা মনে করেন। 

 


Post a Comment

0 Comments