১
একটি ঘুমঘর।
ঘরের ভেতরে প্রদীপ প্রদীপ'র ওপর তেল
তেলের ওপর সলতে সলতের ওপর আগুন।
অথচ দেয়ালের ওপরে দেওয়াল
একা হয়ে বসে আছি তুমি হীন।
২
ক্রমশ এই গাঢ় অন্ধকারের ভেতর
মুক্তির পথ শূন্য।
তুমি সকালের মতো নির্দয়।
আসো আমার পাশে বসো আমার চোখের সাথে
বৃষ্টি আরো হাস্যকর।
তুমি' নিভে এলে
আমার রান্না ঘরের এডবেস্টারের চালের ফুটো দিয়ে
চাঁদ ঢুকে পড়ে।
তখন স্বর্গ একটি অন্তঃ...
৩
অথচ গায়ে গা ঠেকে গেলে
ফিরে আসতে হয়।
ছায়া পথ সরে আসে
হাতের ওপর হাত রেখে ব্রহ্মাণ্ড বর্ণনা করি
চোখে চোখে কথা হয় ভিড়ে
ভিড় ফুরিয়ে গেলে
আবার শীতল কুয়াশার মতো স্থির।
বেলা বাড়ে রোদ ওঠে সব ভুলে যায়
নয়ন তারার গায়ে জমে ওঠা ছোঁয়াচে জলের দাগ
অথচ
গায়ে গা ঠেকলে
ফিরে...
0 Comments