ডমিনো ইফেক্ট
পতনের পরপর—
পতত্র পতন; ‘তন’ ।---> তন প্রত্যয় বিশেষ,
শেষালাপে ডমিনো ইফেক্ট।
Fact— প্রেমের রিজার্ভে চরম ঘাটতি;
ফলত ব্রততী মন
দেউলিয়াগ্রস্থ... সমস্ত অসুস্থচারী চুল
আর কিছু প্ররোচক—
বুকের উপর এলিয়ে পড়লে...
মন্দগামী কে সে?
ঋণের অধিক সুদ— তোমারামার সংকটে...
“তন’ বুঝে নিতেই পারে না
কতটুকু জ্বালানির প্রাকার সারালে...
পরা + মানবিক—
চুল্লির দূরত্বেও ভেঙে পড়বে না
_____ডমিনো ইফেক্ট।
(২)
প্রবণতা
.
জাফলং! আধার কি পাথরের? জ্বি বলছি—
অর্ধমৃত আঁধারের!
থরের মিজলনির
ভাঙছে হৃদয়নীড়।
নির —> 'পিয়াইন' = আ + মন। প্রশান্তি কি?
শান্তির উত্তলভঙ্গে...
ভঙ্গিমা বেরিয়ে পড়ে...
পরা-শব্দ শিশিরের মিলনায়তন।
আয়তন তার—
না ~ অধভঙ্গের জবা?
চার শুক No, পাঁপড়ি নিয়ে হেঁটে গেল রক্তাক্ত পা!
প্রাচীন-নবীন দ্বন্দ্বে...
আমি প্রাচীন হয়াম
তুমি তাইলে নবীন।
প্রাচীনামার ভেতর নবীনের সংকলন।
দ্বন্দ্ব সমাসের এই একটা সুবিধা—
প্রতিটি মৌলিক স্তর, বস্তু থেকে___অবস্তুতে...
তোমাকেই দেখি—
ঊর্ধ্বভঙ্গে তো নয়ই, অধভঙ্গ ভাঁজে ভাঁজে
বেরিয়ে আসার মারাত্মক প্রবণতা।
(৩)
অদৃশ্য জগৎ
.
সব দৃশ্য! দৃশ্যত অদৃশ্য!
আমার ভেতর— তরতর প্রেসার কুকার।
কার গতিপথ রাখি?
প্রিজমে!
না, আমাকেই রাখছি—
বিমূর্ত কলার রঙ; রঙের বাইরে।
মূলত দৃশ্যের মধ্যে অদৃশ্যমান এ+মন
অধরাই...
টেলিস্কোপ! ডিটেক্টর!
অথচ জলীয় বাষ্প; বাষ্পের হৃদয়।
অদৃশ্যের জানালায়— ক্লিক! ___ক্লিক! ___ক্লিক।
কবরের মতো শান্ত স্তন!
আয়না দুর্দান্ত— অদৃশ্য জলের চিৎকার।
(৪)
আনলকস্ জিন্দেগি
.
অভিকর্ষ বিরুদ্ধেও কোঙা হয়ে আছি,
চ্যাঙা-ব্যাঙা এই—
ব্রহ্ম-ডাঙার ভেতর;
ফল রূপান্তরে ফুল
ফুল রূপান্তরে ফল;
শস্য + বীজ = বীজাকার চক্র
আফলোদয় অক্ষেই...
দৌঁড়াচ্ছে ~ সে, দৌঁড়াচ্ছে...
।। কোন অপশন ? কোন অপশন ।।
লক করে দিন— জিন্দেগি আনলকস্
অপশন B— জন্ম
অপশন C— প্রেম
অপশন D— মৃত্যু
বিউটি লাচ্ছির প্যান-চেট—
কাগজের ঠোঙার মতন নমনীয় থলথলে;
জিন্দেগি— তুমুল প্রতিযোগিতা।
ভূ-মণ্ডলের হৃদয় ব্লাকবোর্ডে এঁকে দিল—
E=mc2
কোনো কিছু স্থির নয়, সবটাই আপেক্ষিক।
(৫)
পাই-বন্ধন
.
দুর্মর বিষাদ! স্বাদ— সাধ্যের ক্রমণ
অধিক্রমণ বিস্তার;
তারকেশ্বরই বা কেন?
দুটি অর্ধপূর্ণ গোলাকার___ধ্রুবক বন্ধন।
কোনোভাবেই তোমারামার
নিউক্লিয়াসের অক্ষ…
তারোপর—
ত্রিভুজ প্রেমের আয়নায়
লম্বভাবে পরস্পর সমান্তরালেই
হোক বা না হোক ত্রিমাত্রিক অস্তিত্বের দিশ…
দিস্, না শিস। তবুও...
স্বপ্ন ও বিভ্রম
বাস্তবতার স্বাধীন ত্রিবেণী প্যাকেজ কে সে
অরবিটালের মুখোমখি—
অধিক্রমণের পর—
তোমরামার অন্তরে সমান্তরাল দুটি
অর্ধপূর্ণ বিশুদ্ধ সৌন্দর্য্য—
ডাম্বেল আকৃতির দিকে...
পরস্পর পরস্পরের সাথে Side Overlapping করে
হেঁটে যায়—রাতের শীৎকার।
0 Comments