পুলিশ জীবনের স্মৃতি: স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন ।। এ কে এম শহীদুল হক


স্মৃতিকথা ও আত্মজীবনীমূলক বই পুলিশ জীবনের স্মৃতি: স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন লেখক পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। চাকরি জীবনের বত্রিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে। প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)


বইটির পেছনের স্মৃতিকথা তুলে ধরতে গিয়ে বইটির লেখক এ কে এম শহীদুল হক বলেন, "পুলিশের কর্মক্ষেত্র বিশাল। জাতীয় সংসদ থেকে শুরু করে বস্তিতে পর্যন্ত পুলিশকে কাজ করতে হয়। কিন্তু পুলিশকে কাজ করতে হয় বৈরি আবহাওয়ায়। আমলারা সরকারের পরিবর্তন চায় নাআর সরকার দলীয় লোকজন মনে করে পুলিশ তাদের লোক। সবাই পুলিশকে তাদের প্রয়োজনে ও স্বার্থে ব্যবহার করতে চায়। কিন্তু আমি কখনও আপোষ করিনি।" 


জনাব হক বলেন, "এই দেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো চায়, তারা যা বলে পুলিশ তাই করুক। রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনই পুলিশের পরিবর্তন চায় না। ক্ষমতাসীনেরা মনে করেন পুলিশ তাদের নিজস্ব সম্পদ। স্থানীয় সংসদ সদস্য যা বলবেন, ওসি তাই করবেন। এমন সব প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ অত্যন্ত কঠিন।" 

 

তিনি আরও বলেন, "আমার সার্ভিস লাইফে কখনও রাজনৈতিক অপশক্তির কাছে মাথা নত করিনি। আমি কখনই চেয়ার আঁকড়ে ধরে চাকরি করিনি। অনেকবার বদলি হতে হয়েছে, চলে গিয়েছি। চাকরিরত অবস্থায় মৌলভীবাজারে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতটুকু পিছপা হইনি। তবে সবাই তো আমার মতো পারবে না। এমন একটা সিস্টেম বা পদ্ধতি চালু করা উচিত, পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। পুলিশের কর্মক্ষেত্র সুবিশাল। জাতীয় সংসদ, সচিবালয় থেকে বস্তিতে পর্যন্ত পুলিশকে কাজ করতে হয়।"  

 


Post a Comment

0 Comments