বকুল আহমেদের কবিতা ।। প্রেম হয়ে গেলে ও অন্যান্য



সেপ্টেম্বর 

 

এই যে সেপ্টেম্বর চলে গেল

ভুলে গেলে ডানা পাবার দিন

ভুলে গেলে শান্তির কথকতা।

 

আকাশে মিলে যাওয়ামেঘেদের রঙ মেখে

রঙিন জীবনের ভূমিকায়;

ফুলের দেখায় সেদিনঅদৃশ্য যাপনে স্বপ্ন বিভোরতুমি প্রাণ

একদা বিপুল প্রেমে মশগুলপ্রজা-ফুল।

 

অহংকারী রাজার হুংকারে বেমালুম ভুলে গিয়ে

গন্দমের দায়ে বিচ্ছিন্ন তুমি

 

কথা তো দূরের কথাদেখা পাওয়ায় ঈশ্বরী ব্যাপার!

 

মা

 

মাতৃত্বের ধ্যানউপেক্ষা করে যে মৃত্যু

কত প্রিয় সে। শরীরের মধ্যে যে শরীর

মনের মধ্যে যে মন। পৃথিবীই জানে

পৃথিবী বহন করেছে আর এক পৃথিবী

 

অতএব

একটি শব্দের মৃত্যু হলেনিরেট স্নেহ-মমতার প্রস্থান ঘটে।

 

 

বৃদ্ধাশ্রম 

 

বয়স বেড়ে গেলে ক্যালেন্ডারের পাতা হয়ে যায় মানুষ

 

অযথায় ঝুলে থাকাদখলে দেয়াল

 

অশোভন

সময়কে স্থানান্তরিত করে দেয় 

আনকোরা জীবনের ঠিকানা।

 

 

প্রেম হয়ে গেলে

 

বেলা শেষের গান রাত্রি বাজে 

বসন্ত আকাশ হয়ে মেঘসুরে।

 

নৃত্যানন্দে মেঘহুর প্রহরীসমেত

প্রজাপতির ডানায় বকুল গন্ধে

মিহি সুবাসে ভরে যায় সে রাত 

যে রাতে মেঘেরা করেছিল বারবিকিউ পার্টি!

 

চাঁদের গানে মেঘ উড়ায় প্রেম কেতন

নেমে আসা হুরদখলে থাকা বিমোহিত রাত

হাওয়ায় মিঠাই হয়ে গেল স্মৃতির বন্দী বাক্সে।

 

 

আত্মহত্যা

 

গোখরোর আনাগোনায়

পালিয়ে আসা ঝরা বিকেলেপাতার বিষন্নতা ভর করে

 

বুকের উপর নিত্যপণ্যের নীল ফণা!

 

বিষক্রিয়ায় নয়;

মূলত কথার বিষে আমাদের মৃত্যু হয়!



এই লেখকের আরও লেখা:



কিছু শোক আমরা কাটিয়ে উঠতেই পারি

Post a Comment

0 Comments