রিংকুরে না
কি তানিয়ারে আমি কারে চাইতেছি
রিংকুরে সিম্পলি আমি
জড়ায়ে ধইরা চুমু খাইতে চাইছিলাম
পোলাইটলি
এর বেশি না
কেন না মাস তিনেক
হইলো
অর থিকা নিজেরে আমি
সরায়ে নিছি
ইতোমধ্যে আমারে দখল
কইরা নিছে তানিয়া
তানিয়া
ক্লিন বব হেয়ারকাট
সানি ফেস
বয়স চল্লিশ ছুঁই ছুঁই
কিন্তু এখনও যা বডি
স্ট্রাকচার
সেইটা ট্রুথফুল্লি
বলতেছি আমার জন্য
জাস্ট কম্ফোরটেবল
আমি মাইনা নিছি
বলা যায় এই প্রথম
আমার লাইফ নিয়া আমার দুশ্চিন্তা নাই
কোলাজ
নাই
ডার্ক ন্যারেটিভিটি
নাই
কিন্তু
এখন যেন সব ওলোটপালোট
হয়া যায়তেছে
আমার চুমু রিংকু
গ্রাহ্য করে নাই
মাই ফুট! আমার মোরাল
কার্টেসিরে ও জাস্ট গুল্লি কইরা দিতেছে
নিজেরে সম্পূর্ণ নগ্ন
কইরা ও আমার সামনে দাঁড়াইলো
আমার চোখ বরাবর
তাকাইলো
এইটা তো মারাত্মক
রিভেঞ্জ মনে হইতেছে
এই রিংকুরে আমি দেখি
নাই
মে বি
সত্যিকার রিংকুরে
এদ্দিন আমার সামনে শো করে নাই ও
আনবিলিভেবল
আমারে ও কোথায় নিয়া
যাইতেছে কোন জাহান্নামে
মনে হইতেছে আমারে ও
পোড়াইবে পোড়াইতেই থাকবে
এই প্রিপারেশান নিয়া ও
বাসা থিকা বাইর হইছে আজ
হাত
আর দশটা ফুলের মতোই
গোলাপ একটা ফুল
আর কোন ফুলের কাছে না
গিয়ে
বাগানেই আমার স্বস্তি
যথার্থ ভালোবাসা বলতে
যেমনটা বোঝায়
স্বীকার করছি
তেমন ভালোবাসা
গোলাপের প্রতি আমার নেই
হ্যাঁ যে হাত গোলাপ ধরে
রাখে
আমি ভালোবাসি সেই হাত
১০ টাকা
৩৫ টাকায় হাফ কিলো
বেগুন
১ প্যাকেট কন্ডোম ৫৫
টাকা
৩৫+৫৫= ৯০
১০০-৯০=১০ (পকেটে ১০০
টাকা)
হাতে আছে ১০ টাকা
১০ টাকা কোন্ হাতে রাখবো
মাননীয় অর্থমন্ত্রী
শিশির আজম। জন্ম ২৭ অক্টোবর, ১৯৭৮, ঝিনাইদহ। প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ, ছাই (২০০৫), দেয়ালে লেখা কবিতা (২০০৮), রাস্তার জোনাকি (২০১৩), ইবলিস (২০১৭), চুপ (২০১৭), মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮), মাতাহারি (২০২০), টি পোয়েট্রি (২০২০), সরকারি কবিতা (২০২১), হংকঙের মেয়েরা (২০২২), বিষ (২০২৩)।
0 Comments