কালো আলো ।। খসরু পারভেজ



তোমার অসুস্থ আলোয় 
পতঙ্গের মতো পুড়ছে জীবন
লেলিহান শিখার ছোবলে আকাশ থেকে খসে পড়ছে
 
ঈশ্বরীয় ঈগলের ডানা
 

আলোটাই এখন ভয়াল আগুন হয়ে উঠেছে
পোড়া ঘরপোড়া মাটি বুকেতে জড়িয়ে
 
কয়লার কাছে এসে আমি জীবনের সংজ্ঞা খুঁজছি
 

এই আলোতে পুড়ছে আমার বিশ্বাসইতিহাস
এই আলোতে জ্বলছে আমার দীঘল দীর্ঘশ্বাস
 

এত আলোকালো আলো
অসহ‍্য অস্থির এই আলোর আক্রোশে
 
নীল হয়ে আছে আমার দুচোখ
আমি হয়ত সত‍্যিই খুব দ্রুত অন্ধ হয়ে যাব
 

তোমার আলোটা নিভিয়ে দাও
 
চারপাশে নেমে আসুক নিকষ কালো অন্ধকার
জঙ্ ধরা হারিকেন ধুয়ে-মুছে আবার চিমনি লাগিয়েছি
আমি আমার পূর্বপুরুষের
 
রেখে যাওয়া কূপিটা জ্বালছি

 


Post a Comment

1 Comments

  1. অনুভব গুলো ছুঁয়েছে

    ReplyDelete