জুতা
পায়ের চাপে
জুতা মিশে যায় মাটিতে
তবুও মানুষ
জুতার উচ্চতায়ও বড় হয় ।
রতিক্রিয়া
বিছানার বন থেকে উঠে
একটি গাছ
রতিক্রিয়া শেষে
ঘুমিয়ে
থাকে আমার পাশের বালিশে।
সম্বন্ধ
জলের
ভীষণ জ্বর
বকের পা দু'টি থার্মোমিটার
তাপমাত্রা নিয়ে
উড়ে যাচ্ছে মেঘের কাছে।
0 Comments