শুক্লপক্ষ: ২০২১ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর ৫টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২১’ দেয় সংগঠনটি। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় সরকার মাসুদ, কথাসাহিত্যে মনি হায়দার, লোকসাহিত্যে ড. তপন বাগচী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী এবং সাংবাদিকতায় আরিফ রেহমান।
বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেব পুরস্কার দিয়ে আসছে। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবি সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননাপত্র দেওয়া হবে।
0 Comments