অমর একুশে বইমেলা ২০২৩ এ বেহুলাবাংলা থেকে প্রকাশ পেয়েছে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের কাব্যগ্রন্থ ‘শ্রেষ্ঠকবিতা’। বইটি মেলায় বেহুলাবাংলার স্টল ৩৮৪-৮৬ তে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে।
বইটি সম্পর্কে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, “যে অর্থে শ্রেষ্ঠকবিতা বিবেচনা করা হয় সে বিচারে গ্রন্থভূক্ত কবিতাগুলো তা নয়। তবে অবশ্যই সেরা কবিতা। কারণ, প্রতিটি কবিতাই নানান পরীক্ষা-নিরীক্ষা করা রচিত। সে সাথে বিষয় বিচিত্রেও স্বতন্ত্র। গ্রন্থে দুই মাসের (সেপ্টেম্বর ২০২২, নভেম্বর ২০২২) লেখা কবিতাগুলোর সাথে ফর্মা পূরণের জন্য অক্টোবর ২০২২ সালের চারটি কবিতা আছে। যার মাধ্যমে সাইফুল্লাহ মাহমুদ দুলালের কবিতায় বহুমাত্রিকটার স্বাক্ষর পাওয়া যাবে।”
বইটির প্রথম কবিতা পাঠকদের উদ্দেশ্যে দেওয়া হলো–
শিহাব ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
আব্বা চলে যাবার পর, মনে হলো- তিনি কি নাবিক ছিলেন?
আমরা কি সমুদ্রের সন্তান!
আমি বাতাসের সহোদর শিহাব হয়ে যাই,
পানি আমার ডুবে মরা ছোটবোন হয়ে যায়!
এক ভাগ স্থলমাটি কি আমাদের আপন মা?
.
আব্বা পূর্ণদৈর্ঘ ঘুমন্ত ছুটি নিয়ে অনন্তে
আমার জন্য রেখে যান-
তিনদিনের পিতৃশোকের কানাডিয়ান স্বল্পদৈর্ঘ ছুটি!
.
আহাজারিত মহা বিপদ সংকেতে
সামুদ্রিক বিশাল ঢেউ এসে আমাকে, শিহাবকে
বার বার ডুবিয়ে দিচ্ছে অতলে- তিন ভাগ জলে!
.
সাইক্লোনে লঞ্চ ডুবি অসহায় মানুষের মতো
আমি ঢেউয়ের জলচাপায় তলিয়ে যেতে থাকি; ডুবন্ত থেকে ডাকি:
-শিহাব, শিহাব, শিহাব!
শিহাব আমার হাত ধরে হাবুডুবু খাচ্ছে, টের পাই-
ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে ঝাঁপাঝাপি করছে।
সেই জলযুদ্ধ থেকে ‘ভাইজান, ভাইজান’ বলে
গভীর সমুদ্রে সাঁতরাচ্ছে, কাতরাচ্ছে!
0 Comments