চন্দ্রবিন্দু প্রকাশন থেকে আসছে জাকারিয়া প্রীণনের প্রথম কবিতার বই ‘কুম্ভ ও বিহঙ্গ মৌরিন’। চার ফর্মার বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। চন্দ্রবিন্দু প্রকাশনের ওয়েব সাইট থেকে ৩০ % ছাড়ে ১৪০ টাকায় প্রি-অর্ডার করা যাচ্ছে। প্রি-অর্ডার চলবে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত।
বইটি সম্পর্কে কবি সারাজাত সৌম বলেন, “সাধারণত আজকাল আর আমি খুব একটা কবিতা পড়িনা। যেটুকু পড়ি বা চোখের সামনে এসে পরে তা বলতে গেলে কিছুই না। কিন্তু যে বইটা প্রকাশিত হবার আগেই আমি বহুবার পড়েছি এবং বইটার নাম থেকে শুরু করে প্রতিটা কবিতার লাইন যেভাবে আমাকে দেখানো হয়েছে তাতে এটুকু বলতে পারি যে, একজন ক্ষিপ্র—তীক্ষ্ণ তরুণের এই বইটি তার মুকুটে পরিণত হতে পারে।”
বইটি থেকে দুটি কবিতা পাঠকদের জন্য তুলে ধরা হলো—
আশ্চর্য বালিহাঁস
সে এক কমলার বন—রক্ত স্রোতে ফুটে।
বৃষ্টি ও বিষাদের সময় কাঁকন খুলে ছুঁয়ে ফেলে কম্পমান
পাখির হৃদপিণ্ড। সে এক আশ্চর্য বালিহাঁস; সারাক্ষণ জল
ছোপছোপ আলোয় ফাতনা ফেলে রাখে। জলমুগ্ধ সারল্যে
একটি পরীর জন্ম হয় সেখানে।
আর আমাদের বিছানা—বালিশ ভিজে যায় কিচকিচে
অন্ধকারে। সময়; একটি মাছরাঙা পাখি—ছুঁমেরে চুরি করে
অজস্র আয়ুর পরিধি।
ফাঁদ
বিছানায় খুলে রাখা নাকফুল—শিখে নিয়েছে অশ্ব
শিকারের কারুভাষা। জল ও জাহাজের গতিপথে মাছ এক
অবাক মৌমাছি—অথবা নরকের গুঞ্জন রপ্তকরা পাখি।
মানুষ মূলত ঋতু আক্রান্ত ফুল; অবলিলায় ফুটে থাকে মনে
ও মগজে। বন্ধু! যখন কোথাও তোমার নাম বলি—
পৃথিবীতে একটি টগরের জন্ম হয়।
অথচ আমরা যেন মানুষ নই; শিকারি—সমস্ত আয়ু বিছিয়ে
মৃত্যুর ফাঁদ পেতে আছি।
0 Comments