বৈভব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আবির আবরাজের প্রথম কাব্যগ্রন্থ ‘হাওয়া গুমসুম ফুটো না কুসুম’। বইটির প্রছদ করেছেন ধ্রুব এষ। চার ফর্মার বইটির মুদ্রিত মূল্য ২২৫ টাকা। বইটি রকমারিসহ বাতিঘর, উজান এবং পাঠক সমাবেশে পাওয়া যাচ্ছে।
বইটি সম্পর্কে জাকারিয়া প্রীণন বলেন, “বাহাস চলছে—গুলি আর ফুলের ভেতর কে আগে ফুটবে" অলিখিত উৎসর্গ পত্রের এমন চমকপ্রদ লাইন দিয়েই আবির আবরাজের বইটা শুরু হলো। একজন কবির প্রথম কাজ হলো প্রতিষ্ঠিত পাঠক রুচির বাহিরে গিয়ে কিছু একটা করতে পারা। আবির সেই জায়গায়টা খুব ভালো ভাবে করতে পেরেছেন৷”
বইটির দুটি কবিত্ব পাঠকদের জন্য তুলে ধরা হলো–
মুকুল ফুটিছে কাননে
কাগজ, তুলি আড় রঙের থ্রিসাম–তুমি ধীরে হয়ে উঠছো মায়াবী পোর্ট্রেট।
যেনো পাখি তুমি, মধুখেকো। উড়বে বলে, ক্যানভাসকে অস্বীকার করে
রটিয়ে দিচ্ছো বিদ্রোহের ছোঁয়াচ। এখন হাওয়া বড়ো অনুকূল নয়, তবে বলা
যেতো–ধিক সে হাসনাহেনা নিক, ততোটাই ধিক; তোমার ঠোঁট ধরেছে
যেভাবে ঘ্রাণ তার অধিক আড় মিষ্টতাও তাই।
তুমি পাখি, বিদ্রোহ তুমি উড়বে বাসনায় চোখ নয় যেনো কোটরে জমিয়েছো
অগ্রহায়ণী সূর্যের সুতীব্র রোশনাই। আড় বলছো–হাওয়া, সে প্রতিকূল হোক
যতোটাই; আমার উড়ালপথ অনুসারো, মুকুল ফুটিছে কাননে, চলো সেথা মধু
ও ঘ্রাণের লালচে পাশাপাশি উড়ে যাই।
না থাকার মতো
আমি তোমার শরীরের
গোপন কোথাও
ফুটে থাকা
স্পষ্ট একটা তিল।
লোকের চোখে পড়ি না
তোমার শ্রী বৃদ্ধি করি না
থেকে যাই কেবল
না থাকার মতো।
0 Comments