বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ২০ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চায়িত হতে যাচ্ছে বাতিঘ প্রযোজিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’-এর ২৮তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন মুক্তনীল।
রাজনীতিটা ঈশ্বরের নয় ছিল শাসক শ্রেণি ইংরেজ আর কিছু ধূর্ত রাজনীতিবিদদের। যারা ধর্মের নামে মানুষকে বিভক্ত করেছে। একই খেতের ফল, একই নদীর জল, বৃক্ষের ছায়া, আলো ও মায়ায় বেড়ে ওঠা মানুষের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক অবিশ্বাস ও ঘৃণা ছড়িয়েছে। ধর্মের দোহাই দিয়ে ভাগ করা হচ্ছে মানুষকে।
সাম্প্রদায়িকতার জিকির তুলে বিতাড়িত করা হচ্ছে নিজভূম থেকে। এইসব মানুষ যাদের বিতাড়িত করা হচ্ছে তাদের চিন্তায় রক্তের মতো প্রবাহিত হয় ফেলে আসা দেশের আলো বাতাসের গন্ধ। আমরা তাদের আহত আত্মার ক্ষতের নাগাল পাই না। ভূখণ্ড দখল করে জানান দেওয়া হয় এই অংশ তোমার—এই অংশ আমার। দখলের নেশায় রক্তের নদী বইয়ে দেয়া হচ্ছে। বিশ্বের কোথাও না কোথাও চলছেই রক্তক্ষয়ী যুদ্ধ। বন্ধ করা যাচ্ছে না যুদ্ধ নামের দখলদারির মহাউৎসব। যে সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে আজও মুক্ত হয়নি এই উপমহাদেশ। তারই এক চিত্র ফুটে উঠেছে নাটকটির গল্প এবং বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে ।
‘র্যাডক্লিফ লাইন’ নাটকটিতে অভিন করেছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও মনিরুজ্জামান ফিরোজ। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওন, সংগীতে জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে সাদ্দাম রহমান।
0 Comments