বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আগামী বুধবার (২৭ জুলাই)মঞ্চস্থ হতে যাচ্ছে বাতিঘর প্রযোজিত নাটক "হিমুর কল্পিত ডায়েরি"র দশম প্রদর্শনী। বহুল আলোচিত এই নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মুক্তনীল।
নওশাদ হাসান হিমু ওরফে হিমালয় হিমু। রানা প্লাজা ট্রাজেডির সময় ২০১৩ এর ২৪ এপ্রিল মানুষ হিমুকে জানতে পারে। মানবতার উন্মাদনায় উন্মত্ত হয়ে ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহত লোকজনকে উদ্ধার কর হিমু। এরপর ২০১৯ সালের ২৪ এপ্রিল অজানা কারণে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন হিমু। হিমুকে কেন্দ্র করেই এই নাটকের মধ্য দিয়ে সমাজের নানাবিধ বিচারহীনতার বাস্তব রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাতিঘর।
নাটকটিতে অভিনয় করেছেন সাদ্দাম রহমানসহ বাতিঘরের একদল নিবেদিত প্রাণ নাট্যকর্মী। সঙ্গীতে রয়েছেন মুহাইমিন অঞ্জন এবং আলোক প্রক্ষেপণে রয়েছেন তানজিল আহমেদ।
0 Comments