মণিপুরী নববর্ষ উদযাপন উৎসব 'চৈরাউবা কুম্মৈ' পালিত হয়েছে। ফসল ঘরে উঠানো এবং বর্ষবরণকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি সম্প্রদায় নিজেদের সংস্কৃতির শিকড়ে প্রোথিত নববর্ষ উৎসব প্রতি বছর ধুমধামের সাথে উদযাপন করে থাকে। জাতীয় ও নিজস্ব শান্তির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় নতুন ফসল দিয়ে রান্না করা খাবার। বের হয় নববর্ষের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, মনিপুরি জাদুঘরের পরিচালক হামোম তনুবাবু ও ইমা বাংলাদেশ এর চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ।
আয়োজকরা বলেন, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষ গণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২০তম বর্ষ শনিবার থেকে শুরু হয়েছে।
0 Comments