বয়সী চোখ
এখনো মনে হয়, প্রার্থনার বাতাসে ওড়ে
সাদা বুনোহাঁস—কী সুন্দর মমি হয়ে যাচ্ছে
আর অবুঝ মাঠের মতো ধানি শিষগুলো
বিমুগ্ধ এক ভয়নক রূপসী রোদ্দুরে এসে
বোতামখোলা পিঠ শুকায়,সবুজ শীতে—
আর এই পৃথিবীর নিঝুম হৃদয়ে মুগ্ধ হয়
তার সমান বয়সী চোখ, স্নিগ্ধ শরীরে ভাসে
পৃথিবীর নবান্ন নীলিমা থেকে চিন্ময় দূর—
এইযে ইবাদত, পাকা প্রবাহিত নদীর মতো;
রোজ এলিগরি বাতাসে রূপালি প্রেম
শাদা অন্ধকারে বহুকাল সবুজ হাড়ে
লবণের স্বাদে আর সুমিষ্ট স্তনের বিবস্ত্র চাঁদ—
সে সব ডুবসাঁতার হৃদয়ের নগরে রাজপথ
কেবল গোপনে নুয়ে থাকে পুরনো প্রার্থনা!
২ মার্চ ২২
পোস্টার
হলুদ পাতার মতো বিকেল এসে জানান দিয়ে গেল,
আজ সন্ধেয় দগ্ধ কবিতার মিছিল হবে—
আর লাল শাকের মতো চোখ বিচরণ করবে
কোনো এক মুহূর্তে এবং কিন্তু দিয়ে শুরু হবে
অনিবার্য-আয়োজন কেবল করতালির প্লাবনে
ধুয়ে যাবে সকল নিষিদ্ধ ব্যাকরণের দারুণ কাসিদা;
তারপর হিমায়িত বুকপকেটের গোপন কবিতার
বিমূর্ত হারায়ে সুবিধের সবুজী সুঘ্রাণ ছড়াবে—
লবণপানির ঘামে ভিজে উঠবে অতিপ্রাচীন জেদ
একেবারে সুদৃঢ় ভাষায়—শহর ও মফস্বলের পাখি
চৈত্রের শিবিরে নেমে আসবে কোলহলের গৌড়—
হলুদ ধানের সুগন্ধি ভাতে ফুটবে বসন্ত পোস্টার!
২ মার্চ ২২
রূপসী হৃদয়ে গোপন তুমি
ভাত সিদ্ধ হবার মতো জলরাশি ধোঁয়া
শাদা বকের মতো উড়ে যাচ্ছে
দেয়ালের ঘড়িতে রাত যখন বনের শহর
আমি তখন আমার স্নায়ুগুলোর পাশাপাশি
বহুদিনের রূপসী হৃদয়ে দস্তাবেজ বসন্ত
মাপতে থাকি আর একটা বিল্পবী বন্দুক
বিপ্পনের চুম্বন ধরে দীর্ঘ হচ্ছে কেবল
সেই পুরনো রেওয়াজ নিয়ে—ডিউটিরত
পুলিশের হাতের দিকে তাকাতেই মনে হল
যেখানে যার সামরিক বিন্যাস সে তেমন;
এই সব চিত্রল হরিণীর মতো ডোরাকৃতি
চান্দর ভাসা ঢেউ কিংবা ঝুল খাওয়া লাফ
নিজ স্বপ্নে ধারণ করবার আয়োজন নিয়ে
জ্যোৎস্নার নিচে পুড়তে থাকি—আর অনন্তের
মানুষ যখন গোপনে বেচে যায় চোখ, এখানে—
২ মার্চ ২২
1 Comments
ভালোবাসা ♥
ReplyDelete