উইজেট সেটিংস id AdSense1 সমস্যার সমাধান



ব্লগার সাইটে একটি খুবই সাধারণ ও নিত্য সমস্যা হলো, “The widget settings in widget with id <b>AdSense1</b> is not valid. An internal error occurred. Please try again.”. এই ভুল সাধারণত তখনই আসে যখন গুগল এডস্যান্স এড অন থাকে। 

এই error এর কারণে ব্লগার আপনাকে থিম সেভ করতে দিবে না। এই ধরুন আপনি Adsense কোড কপি করে পেস্ট করতে গিয়ে দেখবেন আপনাকে বলবে Unsuccessful. এছাড়াও অন্য CSS কোড কিংবা টেম্পপ্লেটে পরিবর্তন করতে গেলেও আপনাকে শেভ করতে দিবে না। 


পপআপ কমেন্টে খুব পরিষ্কার ভাবেই লেখা আছে যে আপনার আপনার থিমে এডসেন্স ইউজেড সমস্যাটা করছে। এটা একটু দ্বিধায় ফেলে দেয়। এটা বলে থাকে যে আপনার পরিবর্তনগুলো সেভ করেছে কিন্তু আপনার থিম সেভ হয়নি! 

 

দুইটা সময় এটা হতে পারে— i) আপনি যদি CSS পরিবর্তন করেন ii) আপনি যদি শর্তসাপেক্ষে কোন ট্যাগ করেন অথবা body তে কোন কোড পেস্ট/লিখতে চান। 

 

সমাধান

এই সমস্যা সমাধান করা খুবই সহজ— 

·      Layout-এ গিয়ে টেম্পেলেটে থাকা অথবা আপনার যোগ করা সব Google AdSense ইউজেট একে একে ডিলিট করে দিন। 

·      তারপর AdSense কোড অথবা আপনি যা চান তা কপি করে body-তে পেস্ট করুন।

·      এখন সেভ করলে আপনাকে আর সেভ করতে সমস্যা কবে না। 

·      আপনি চাইলে সেভ করবার পর  layout এ গিয়ে আবার Google AdSense ইউজেটটি যোগ করতে পারেন। 

বিঃদ্রঃ আপনি Layout থেকে Google Adsense ডিলিট করে দিলেও আপনাকে Adsense আকাউন্ট থেকে ডিএক্টিভ করে দিবে না। 


ধাপে ধাপে দেখুন 

 ১) ব্লগার একাউন্টে Login করুন। 

 ২) বামপাশের Layout এ ক্লিক করুন 



 

 

 


·       Edit এ ক্লিক করে AdSense উইজেটটি remove করে দিন।



তারপর সেভ Layout সেভ করুন। এবার theme এর Dropdown arrow-তে ক্লিক করুন। 



Edit HTML এ ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। 


আপনার CSS কোড বা Google AdSense কোড পেস্ট করে সেভ করুন। 


এবার আপনি চাইলে আবার Leyaout এ গিয়ে Google AdSense উইজেট যোগ করতে পারেন। 

 

এভাবেই id <b>AdSense1</b> is not valid সমস্যার সমাধান করা যায় খুব সহজেই । 


Post a Comment

0 Comments