কলকাতা বইমেলায় পলিয়ার ওয়াহিদের বই Song of The Soil


কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে বাংলাদেশি কবি পলিয়ার ওয়াহিদের ইংরেজিতে অনুদিত কবিতার বই Song Of The Soil (মাটির গান)। 

বইটি পাওয়া যাচ্ছে কলকাতা লিটল ম্যাগাজিন প্যাভিলয়নের ১০৩ নং টেবিল "কবিতা ক্যাম্পাস" এর স্টলে। বইটি প্রকাশ করেছেন ব্লাকহোল পাবলিকেশন। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেছেন প্রত্যূষা সরকার। প্রচ্ছদ করেছেন অর্পন। দাম নির্ধারণ করা হয়েছে ৫০ রূপি (এক ডলার)।


বইটি সম্পর্কে পলিয়ার ওয়াহিদ বলেনতার সিদ্ধ ধানের ওম এবং দোআঁশ মাটির কোকিল কাব্যগ্রন্থদ্বয় থেকে বাছাই করা কিছু কবিতা রয়েছে এই ইংরেজি অনুবাদ বইয়ে। তাছাড়া মাটি সংলগ্ন থাকার যাবতীয় আয়োজন যখন মিথ্যে তখন এ কবিতাগুলি প্রকৃতি পাঠের আসল স্বাদ ও ঘ্রাণ দিতে উন্মুখ। পাঠক আশা করি ভিন্ন স্বাদ পাবেন। 

 

ষোল পৃষ্টার বইটিতে মোট বারটি বাছাই করা কবিতা স্থান পেয়েছে। যা এক নিমিষে পড়ে শেষ করা যাবে। পাঠক ক্লান্ত হবেন নাপড়ার পরও এর আবিষ্টতা থেকে যাবে। তাছাড়া সবুজ বসন্তে মাটির গান ছাড়া কি চায় হলুদ মানুষ? 


বইটি উৎসর্গ করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তএজরা পাউন্ড এবং আল মাহমুদকে

 



Post a Comment

0 Comments