NID (ন্যাশনাল আইডি) কার্ড দিয়ে এডসেন্স ভেরিফিকেশন


ইদানিং Adsense একাউন্ট খোলার সাত দিনের মধ্যে অনেকেই একাউন্টটি ভেরিফিকেশন করতে ইমেইল পেয়ে থাকেন এক্ষেত্রে  ন্যাশনাল আইডি কার্ড (NID) বা জাতীয় পরিচয় পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স চেয়ে থাকেপাসপোর্ট দিয়েও ভেরিফিকেশন করা যেতে পারে তবে কেউ যদি এমন দেশে থাকেন যেখানকার নাগরিক সে নন তবে সেক্ষেত্রে নাগরিকত্ত্ব সনদ দিয়েও করা যাবে তবে আমাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকে না  সে ক্ষেত্রে NID কার্ডই ব্যবহার করা সহজ মনে রাখতে হবে যে দলইলিক কাজগপত্র জমা দিবেন তা যে স্পষ্ট হয়-পড়া যায় অস্পষ্ট কপি হলে এডসেন্স সেই নথি নাও গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আপনার একাউন্ট ভেরিফাই হবে না কার্ডের পিডিএফ বা ইমেজ আপলোড করা যাবে 


একাউন্ট ভেরিফিকেশন বা বৈধকরণে যে ইমেইল পেয়েছেন সেখানে যে লিংক দেওয়া থাকবে সেটায় ক্লিক করলে আপনাকে এ্যাডসেন্সের পেইজে নিয়ে যাবে। Verify Now বাটনে ক্লিক করলে আপনাকে টার্মস ও কন্ডিশনে রাজি আছেন কি-না সেটা জানতে চাইবে। I agree বক্সে টিক দিয়ে Retryverification-এ ক্লিক করতে হবে। 


একতা পপ আপ চলে আসবে। সেখানে যে নাম দিয়ে এডসেন্স খুলেছেন সেই নামের NID কার্ড Upload Document-এ আপলোড করতে হবে। NID কার্ডের সামনের ও পিছনের অংশ আপলোড করতে হবে। একই পেজে NID কার্ডের দুই পিঠ থাকলে ভালো হয়। 


আপলোড হয়ে গেলে Next বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। পরের পৃষ্ঠায় ঠিকানা (address) চাইবে। মনে রাখতে হবে আইডি কার্ডে যে ঠাকানা দেওয়া আছে সেই একই ঠিকানা দিতে হবে। কারও যদি ঠিকানা পরিবর্তন হয়ে থাকে তবে NID-তে ঠিকানা সংশোধন করে নেওয়া উচিত। ঠিকানা দেওয়ার পর Submit বাটনে ক্লিক করতে হবে।


সব কিছু ঠিক থাকলে Submit করার পর পপ আপ-এ আসবে আপনার Account Verification CompletedYour verification has been successfully completed. We’ve emailed you the details. 



Post a Comment

0 Comments