জ্যোতি পোদ্দারের একগুচ্ছ কবিতা

এক

এ্যাকোরিয়াম জলে কুবের মাঝি ছুঁড়ে দিচ্ছে জাল

: খুড়ো ও খুড়ো মাছ পাইলাম কই?

জলের ভেতর জল

আর জল নেচে নেচে রঙিন মাছ

: খুড়ো ও খুড়ো মাছ পাইলাম কই?

 

               

দুই

গোয়ালিনীর গরু দৌঁড়াতে দৌঁড়াতে গুঁড়ো দুধের                                                               

                                     কৌটার ভেতর

ঢুকে পড়া রেডকাউ

                     ডেকে ওঠে হাম্বা হাম্বা

আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে

 

সন্তানের পুষ্টি ও উদ্দীপনার জন্য মহান পুষ্টিমাতা

জানে কীভাবে ক্লাশে ফার্স্ট হওয়া যায়

 

আহা! মা যে কবে কৌটায় ঢুকবে

          আয় আয় খোকন সোনা দুধ খেয়ে যা

 

                

 

তিন

কে গো তুমি দু'হাতে উড়িয়ে নাচাও কাছারি ঘর

 

উঠান আমার বীরপুত্র

                           তোমার উত্তরীয়ের সখা

মলনে কী সুন্দর বিচ্ছেদে বাড়ে

                        বিষ্ণুপ্রিয়ার চালের ঘড়া 

আর আমার উদলা ঘরের ছানি

 

নবান্ন এবার হবে গো সুজন

সকলে নাও আমার নিমন্ত্রণ

             

 

চার

আমি মূলত তাহার দাসানুদাস

কথা বেচে খাই

হাঁটা-হাঁটি হাসা-হাসি মৃদু কাশি

                           বিক্রি করে খাই

 

আমি বলি আমার স্টাইল

নিজস্ব ফ্রীডম অব চয়েজ

 

আমি মালগ তাহার দাসানুদাস

তাহার ইচ্ছায় নড়িচড়ি;

টেবিল চামচ মেপে

      কথা বলি কথা রাখি

তাহার ইচ্ছায় ফ্যাশনে মাখি

                মেঘ জল রোদের উত্তাপ

 

তাহার কর্ম তিনি করেন

লোকে বলে আমার ইচ্ছায়

তিনি যেমন নাচান তেমন নাচি

 

আমি বলি আমার স্টাইল

আমার নিজস্ব ফ্রিডম অব চয়েজ           

 

পাঁচ

প্রাঞ্জল সাংমা কানে দুল পরেন না

                      পায়ে মলও পরেন না

তাঁর প্রপিতামহ পরতেন

তাঁর প্রপিতামহী পরতেন

 

প্রকৃতির কন্ঠাহারে যাপিত জীবনে

নদী বৃক্ষ পাহাড় জমির মতই

           প্রপিতামহ প্রকৃতিসমা ছিলেন

            প্রপিতামহী প্রকৃতিসমা ছিলেন

 

জীবন ও জীবিকার মেলবন্ধনের অখণ্ডতায়

প্রপিতামহ খুঁজেছেন জুমচাষ

কর্ষিত জমি সংলগ্না বসত ভিটা

 

আর প্রাঞ্জল সাংমা প্রজেক্টের দোঁ-আশলায়,

আলম্বিত ফ্লাট বাড়িট কোটরে…

খুঁজছেন আলাদা আলাদা যাপন স্বর

 

তিনি মান্দি

তারা মান্দি

 

প্রাঞ্জল ক্যাথলিক

প্রাঞ্জলেরা ক্যাথলিক

 

তাঁর ওয়ানগালা রংচুগালা যৌথ নৃত্যের সমবায়ী সুর

প্রাঞ্জলের ইস্টার সানডে গুড ফ্রাইডের খ্রিষ্টীয় বিশ্বাস

 

তাঁর ছিল বীজ ভান্ডার

কুমারী বীজ রক্ষণের নিজস্ব বিজ্ঞান

প্রাঞ্জলের বাজার নির্ভর হাইব্রিড বীজ

                   কেবলই উধ্বর্মুখী চড়াদাম

 

সময়ের দাপটে সাপের জিবের মতো

বিভক্ত মান্দি জীবন আর ক্যাথলিক জীবন

       

 

ছয়

এই রোড জিরো ফিগারদের

                        হাইহিলদের

আর স্কাটপরা ববকাটদের

 

এইখানে অন্যদের খুঁজিয়া পাওয়া যাইবে না

 

এই পাড়া এমবিএদের

টাই সুটদের কালো চকচকে এপেক্সদের

 

তেনারা ফর্সা। 

          তেনারা সিল্কি

                তেনারা প্লেবয়

                         ছত্রিশ বুকের ছাতি

ছিপছিপে একহারা গঠন

 

 

এইখানে অন্যদের খুঁজিয়া পাওয়া যাইবে না

 

অন্যরা থাকেন বাঙলা পাড়ায়

একই গামছায় মুখ, ঘাম, পাছা মুছে 

বারান্দায় মেলে দেয় টানটান

 

 

Post a Comment

0 Comments