হাসান আজিজুল হক (২ ফেব্রুয়ারি, ১৯৩৯- ১৫ নভেম্বর, ২০২১)
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও রাবি শিক্ষক অধ্যাপক শাহ আজম শান্তনু বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক শাহ আজম শান্তনু জানান, "স্যারের ছেলে মৌলি ফোন করে খবরটি জানালো। আমি স্যারের বাসায় যাচ্ছি।"
হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে। জীবনের বেশিরভাগ সময় তার রাজশাহীতে কেটেছে। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন হাসান আজিজুল হক। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন এই কথাসাহিত্যিক।
0 Comments