বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ডটকম থেকে প্রকাশ পেয়েছে সাহিত্যিক রণজিৎ সরকারের শিশু-কিশোরদের জন্য লেখা বই 'এমিলিয়া জার্নি উইথ অ্যানিম্যালস'। বইটি অ্যামাজনের কিন্ডলে বিভাগে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন পলাশ সরকার।
অ্যামাজানের কিন্ডলে বিভাগে বই প্রকাশ প্রসঙ্গে রণজিৎ সরকার বলেন, তথ্য ও প্রযুক্তির বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে অনেক ধরনের পরিবর্তন এসেছে। আমাদের পাঠ্যঅভ্যাসেও এসেছে অনেক পরিবর্তন। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন বই প্রকাশের সুযোগ করে দিয়েছে। তাই আন্তর্জাতিক মার্কেটে বই প্রকাশের সুযোগটা হাত ছাড়া করা ঠিক না। অ্যামাজন অনেক লেখকের প্রচুর বই বিক্রি হয়। তাই আমি বলব, অ্যামাজানে আমার সবার বই দিয়ে উপস্থিত থাকা উচিত। আমার ৫০টি বই বাংলাতে প্রকাশ হয়েছে। দুটি ইংরেজিতে। তবে অ্যামাজানে ইংরেজিতে লেখা ‘এমিলিয়া জার্নি উইথ অ্যানিম্যালস’ বইটি প্রকাশ হওয়ার আনন্দটা প্রথম বই প্রকাশের মতো।’
রণজিৎ সরকার সম্প্রতি ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ কিশোর উপন্যাস লিখে শিশু-কিশোর বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পেয়েছেন।
0 Comments