পাকিস্তানপ্রেমীদের চাঁদ-তারা নিশান এবং কয়েকটি শব্দচিত্র

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ ভ্রমণ এবং পাকিস্তানের পাতাকাসহ বাংলাদেশি একদল তরুণ সমর্থককে মাঠে দেখে দেশের বিভিন্ন মহলে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। স্বাধীনতার পঞ্চাশতম বছরে এসে এরকম ঘটনা অপ্রত্যাশিতই নয় শুধু-গর্হিতও বটে! ইন্টার্নেটের বদৌলতে বিষয়টি কানাডা থেকে খোঁজ রেখেছেন কবি ও প্রাবন্ধিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল। শুক্লপক্ষের পাঠকদের জন্য তাঁর অনুভূতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হলো।    

১)

আমি এক সময় হারসন এবং বে কোম্পানিতে কাজ করতাম। আমার এক তরুণ সহকর্মী পাকিস্তানি। কিন্তু সে তা প্রকাশ করতে চায় না। তার পোশাক-আশাক খুবই ফ্যাশানেবেল। তারপরও তাকে আমার সন্দেহ হয়। 

একদিন লাঞ্চ রুমে আমার পেছনের টেবিলে খেতে খেতে উর্দূতে কথা বলতে গিয়ে ধরা খেলো। বললাম, তুমি না কানাডিয়ান। পাকিস্তানি তা বলোনি কেনো!

সে জবাবে বললো, অনেকেই পাকিস্তানিদের অপছন্দ করে। বাংলাদেশিরা তো বটেই।

আমি বললাম, কেনো করবে না? এই যে তুমি মিথ্যা বললে, এটাই একটা অসততা। আমরা মাতৃভূমি এবং মাতৃভাষাকে মায়ের সাথে তুলনা করি গর্বের সাথে। আর তোমরা তা লুকাও! 

সে তখন বলে, পাকিস্তানি হিসেবে আমি লজ্জিত। আমার দেশ বিশ্বের অন্যতম খারাপ দেশ। তাই অনেক জায়গায় পরিচয় দিতে লজ্জা পাই।

 

২) 

আমার টরন্টোর বাসার ফোনের শেষের চার ডিজিড ১৯৭১ এবং সেল ফোনেরও তাই। এখন সবার হাতে হাতে সেলফোন থাকায় বাসার ফোনটা মোটেও ব্যবহার হয় না। তবু মাসে মাসে ২৫ ডলার প্লাস ট্যাক্স দিয়ে যাচ্ছি। কেনো যেনো বাদ দিয়ে পারছিনা।

আমার এক আত্মীয় আমার ফোনের ১৯৭১ দেখে আমাকে ঠাট্টা করে বলে, হায়রে দেশপ্রেম- কানাডায় এসেও ১৯৭১! বাদ দেন এই সব লোক দেখানো দেশাত্মবোধ!

 

৩)

হ্যালোইন নিয়ে আমার একটি কিশোর ভৌতিক উপন্যাস আছে- ভূতের পাসওয়ার্ডঃ Natsikap, বাংলায় নাৎসিক্যাপ, সেই গল্পের ভূত জানাচ্ছে- তার পূর্ব পুরুষ পাকিস্তানি। অর্থাত সেই উল্টো ভূতের আদি নিবাস পাকিস্তান। যদিও সে এখন ভিন্নদেশে থাকে। তাকে পেতে হলে গুগোলে তার নাম সার্চ দিয়ে নাৎসিক্যাপ পাসওয়ার্ড দিলেই সে চলে আসবে। আর এই উল্টো করে লিখে পাসওয়ার্ড। যা সোজা করলে বা স্বাভাবিক ভাবে হয়- Pakistan.

 

৪)

আমি ১০০% পাকিস্তান বিরোধী। আমার গল্পে যেমন পাকিস্তান এসেছে। কবিতাতেও এসেছে। সেটির শিরোমানঃ ‘পাকিস্তানি বংশোদভূত কবিতা


১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে প্রচারনা করার জন্য হামিদুল হক এসেছিলেন কানাডার অটোয়ায় তখন তারপ্রতিবাদে ওটোয়ায় পাকিস্তানি পকাতা পুড়ানো হয়েছিলো সেই পাকিস্তানি পকাতা পুড়ানো একই চিত্র দেখাগেলো২০১৬ সালের ৩১ জানুয়ারি দুপুরে টরন্টোতে বেলুচিস্তানের যুবনেতা ডঃ মান্নান বালুচ হত্যা করারপ্রতিবাদে প্রতিবাদীরা পাকিস্তানমুর্দাবাদডাউন-ডাউন/পাকিস্তানফ্রিডম-ফ্রিডম/বেলুচিস্থান’ ইত্যাদি স্লোগানেকানাডিয়ান-বালুচরা মুখরিত করে তুলে ডাউন টাউন


ইসলামি প্রজাতন্ত্রী দেশ পাকিস্তান। সেখানে ইসলাম রক্ষার জন্য যেমন ব্লাসফেমি আইন আছে তেমনি ইসলামবিরোধী কর্মকান্ডেও শীর্ষে অনলাইন পর্ণোগ্রফিতে পাকিস্তান অন্যতম শীর্ষ দেশ আমার বিশ্ব সুন্দরীপ্রতিযোগিতায় পাল্লা দিয়ে পাকিস্তানী তরুণীরা ঝাঁপিয়ে পড়ে তখন তারা বোরখা-হিজাব ছেড়ে নগ্ন শরীরের সৌন্দর্যে উপস্থাপনেও পিছিয়ে নেই


........................ 

মিস পাকিস্তান নাদিয়া খানের জন্ম পেশাওয়ারে

রাওলপিন্ডি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স,

হাইট পাঁচ ফিট সাত ইঞ্চি,

ব্রা’র সাইজ ৩৪ এবং সে সর্প ভাষা বিশেষজ্ঞ

বেজির ভাষায় লিখছে আত্মজীবনী-

অহিনামা!

*

ব্লাসফ্যামির তাড়া খেয়ে খাইবার গিরিপথে পালিয়ে

নির্বাসিত নাদিয়া

আন্তর্জাতিক নাস্তিক নাগরিক।

*

সুইজারল্যান্ড থেকে তিন দিনের

ইন্টারনেশনাল লিটেরাচার কনফারেন্সে এখন টরন্টোতে,

এক ফাঁকে নায়গ্রা দেখবে-

সেজন্য চাচ্ছে একজন আনন্দের সফর সঙ্গী।

*

নায়গ্রা ভ্রমণড্রিংকড্যান্সডিনাররাত্রি যাপনসেক্স।

সকালে ব্রেকফার্স্ট করে চায়ে চুমুক দিতে দিতে 

বেজির ভাষায় বললোঃ 

'১৯৭১ সালের প্রতিশোধ নিলে

চমৎকার’!


Post a Comment

0 Comments