সম্প্রতি দব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে বেড়েছে ডিমের দাম। কয়েক বছর আগেও যে টাকায় এক হালি ডিম পাওয়া যেতো এখন সেই টাকায় একটা ডিমও পাওয়া যায় না। ফলে ভোক্তাশ্রেণীর মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। এতসব ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মাঝেও ডিমের দাম বাড়ায় একশ্রেণী খুব খুশি হয়েছে। কে কে খুশি হয়েছে সেসব খবর জানাচ্ছেন আকাশ মামুন–
১. পরীক্ষা আসলেই আমাদের মায়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় ছেলে-মেয়েদের ডিম-দুধ খেতে দিতে। অধিকাংশ কিশোরই ডিম-দুধ খেতে চায় না। তবুও মায়ের পিড়াপিড়িতে খেতে বাধ্য হয়। ডিমের দাম বাড়ায় এখন আর সব মায়েরা ছেলে-মেয়েদের ডিম খেতে জোড়াজোড়ি করে না। ফলে ছেলে-মেয়েরা হাফ ছেড়ে বেঁচেছে।
২. গ্রামের একশ্রেণীর কিশোর আছে যারা মায়ের পোষা মুরগীর ডিম চুরি করে বেচে বন্ধু-বান্ধদের সাথে আড্ডা দেয়। তাদের জন্য ডিমের দাম বাড়ায় বেশ সুবিধে হয়েছে।
৩. সামনে নির্বাচন আসছে। একশ্রেণির রাজনৈতিক নেতা নির্বাচিত হয়ে নিজেরা অপকর্ম লিপ্ত থাকে ও জনগণের কথা ভুলে যায়। ফলে একসময় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সেসব নেতা পরবর্তী নির্বাচনী প্রচারণায় গেলে ভোটারা তাদের ডিম ছুড়ে প্রতিবাদ জানায়। ডিমের দাম বাড়ায় সেসব ভুঁইফোড় রাজনৈতিক নেতারা বেশ খুশি হয়েছে।
৪. রিমান্ডে নিয়ে গোপনীয় তথ্য বের করবার জন্য ডিম থ্যারাপি দেওয়া হয় বলে কথিত আছে। ডিমের দাম বেড়ে যাওয়ায় রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা বেশ স্বস্তিতে আছে।
৫. যে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে সেখানে স্ত্রী সুযোগ পেলেই স্বামীর গায়ে ডিম ছুড়ে মারে। ডিমের দাম বেড়ে যাওয়া আগের মতো গৃহিণী আর বাজারের তালিকায় ডিম রাখে না। আর বাসায় ডিম থাকলেও এত দামি ডিম ছুঁড়ে স্বামীকে শায়েস্তা করতে লক্ষ্মী বউদের মন সায় দেয় না। ফলে স্বামী বেচারা যখন তখন ডিম আক্রমণের ভয় থেকে মুক্ত আছে।
৬. এছাড়াও ডিমের দাম বাড়ায় মুরগীশ্রেণি বেশ খুশি। কারণ মালিক বেশি ডিমের আশায় তাদের বেশি বেশি খাবার দিচ্ছে আর যত্ম নিচ্ছে।
0 Comments